প্রকাশিত: Wed, Dec 20, 2023 4:52 PM
আপডেট: Sun, Jan 25, 2026 4:33 PM

[১] ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতবিনিময় সভা

 আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁও: [] মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

[] বুধবার পৌর শহরের আর,কে ষ্টেট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সভার আয়োজন করা হয়। 

[] জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, জেলা .লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: ফখরুল ইসলাম জুয়েল, জেলা সহকারী তথ্য অফিসার এইচ.এম. শাহাজাহান মিয়া, হাজী কমরুল হুদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেহেনা আক্তার জাহান লাভলী প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।